উদ্ধার ২০ হাজার , ৩ জনের মৃত্যু বন্যায় মালয়েশিয়ায়
মালয়েশিয়ায় মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৩ জন মারা গেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ২০ হাজার বাসিন্দাকে।
১ জানুয়ারি শুরু হওয়া বৃষ্টিতে পাহাং, জোহর, কেলানটান, তেরেংগানু, সেলেঙ্গর এবং পেরাক রাজ্যের প্রায় ২১ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে বলে মালয়েশিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।
আবহাওয়াবিদরা জানান, মৌসুমী বৃষ্টি পূর্ব মালয়েশিয়ার বোর্নিও দ্বীপেও পৌঁছে যাবে। সাবাহ রাজ্যের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্ক করা হয়েছে।
মৌসুমি বৃষ্টিতে জোহর এবং পাহাং রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই রাজ্যের অন্তত ৭ হাজার বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে।
প্লাবিত রাজ্যের আশপাশের এলাকায়ও বন্যা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাসিন্দারা।